ইতালি

ইতালিতে বসন্ত বরণে নানা সাজে প্রবাসী বাংলাদেশি নারীরা

6065_italy.jpeg

দেশের গণ্ডি পেরিয়ে ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে ইতালিতেও। বাংলাদেশে আয়োজিত বসন্ত উৎসব পালনের মতো গত পহেলা বসন্তে রাজধানী রোমের স্হানীয় রসের রেস্টুরেন্টের হলরুমে ‘বসন্ত উৎসব’ নামের ব্যানারে "ফাল্গুনের মেলা প্রাণের মিলন মেলা" স্লোগানে আমরা কজন বান্ধবীর সৌজন্যে ও চম্পা, জুলি, শারমিন, রেনু, রিমু, নুসরাত এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য ফাগুনের এই উৎসবে আনন্দে মেতে ওঠে ছোটবড় সব বয়সের প্রবাসী বাংলাদেশিরা।

ব্যস্ত প্রবাস জীবনেও ঋতুরাজ বসন্তের উৎসবে বাসন্তি রঙা শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপর, খোঁপায় নানা রকমের ফুল জড়িয়ে উৎসবে উপস্থিত হন প্রবাসী নারীরা।

আনন্দ মুখর পরিবেশে বিনোদনপ্রিয় প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সঙ্গীত পরিবেশন, কমেডি, কবিতা আবৃত্তি এবং পিঠাসহ হরেক রকম খাবার আয়োজনে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন এ বসন্ত উৎসবে।

প্রবাসে ব্যতিক্রমী ও ভিন্নমাত্রার এমন উৎসব আয়োজনের উদ্যোক্তারা বলেন সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত বরণ করে এর মাধ্যমে বাঙালির চিরায়িত সংস্কৃতি ঐতিহ্যকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অবিস্মরণীয় করে রাখতেই মূলত এ আয়োজন।

সর্বাধিক পঠিত


ভিডিও