সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় অভিযুক্ত তিন জেএমবি সদস্যকেই খালাস দিয়েছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মাদ নুরুল আমীন বিপ্লব এ রায় দেন।
খালাস পাওয়া জেএমবির তিন সদস্য হলেন- জহুরুল হক, তাঁর স্ত্রী আর্জিনা বেগম ও মো. হাসান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়।
সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুমিনুর রহমান টিটু জানান, ২০১৭ সালের ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আসামিরা অন্য একটি মামলায় চট্রগ্রামের কারাগারে ছিলেন।
মুমিনুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সব জঙ্গি সদস্যই ঘটনাস্থলেই মারা যান। অভিযুক্তদের বিষয়ে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।
২০১৭ সালে আতিয়া মহলে অভিযান শেষে ওই বাড়ির ভেতরে এক নারীসহ চারজনের মরদেহ পাওয়া যায়। অভিযানের সময় বোমা বিস্ফোরণে র্যাবের এক কর্মকর্তা এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজন নিহত হন। এ মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।