বিশেষ খবর


মোখা তাণ্ডবে বিমানবন্দরের ভবন ধস রাখাইনে

6508_230514003855-01-cyclone-mocha-satellite-cnn.jpg

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা তাণ্ডবে মিয়ানমারের রাখাইন রাজ্যের থানদউয়ে বিমানবন্দরে একটি ভবন ধসে পড়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, বিমানবন্দরের একটি বিদ্যুতের ট্রান্সফর্মারও ভেঙ্গে পড়েছে।

এছাড়াও মোখার প্রভাবে মিয়ানমারের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রবল ঝড়বৃষ্টির সাথে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ।
এরইমধ্যে সিতওয়েতে হাঁটু পানি জমার খবর পাওয়া গেছে। এলাকার বাসিন্দারা জরুরি সাহায্যের আবেদন জানাচ্ছেন কর্তৃপক্ষের দেয়া বিভিন্ন নম্বরে।

বিবিসি বলছে, দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি এবং দমকা হাওয়া বাড়তে শুরু করে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় বসতবাড়ি বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙ্গে যায়। অনেক বাড়ির বাড়ির টিনের চাল বাতাসের তীব্রতায় উড়ে যায়।

বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিদ্যুৎ নেই মিয়ানমারে। ইন্টারনেট সংযোগের জন্য মোবাইল ডাটার উপর ভরসা করতে হচ্ছে বাসিন্দাদের।


এ পর্যন্ত মিয়ানমারে প্রবল বন্যায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। রোববার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল অতিক্রম শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

সর্বাধিক পঠিত


ভিডিও