আইন- আদালত

অনলাইন শুনানির সময় কামুকতায় লিপ্ত আইনজীবী, অবমাননার প্রক্রিয়া শুরু আদালতের

676_Screenshot_20210731-053344_Gallery.jpg

 

ঘটনাটি মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি জি কে ইলান্থিরাইয়ানের বেঞ্চের সামনে ঘটেছিল।
হাই কোর্টের শুনানি চলছি অনলাইনে। শুনানি চলাকালিন এক মহিলার সঙ্গে আপত্তিজন অবস্থায় দেখা যায় এক আইনজীবীকে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে আদাল অবমাননার প্রক্রিয়া শুরু করল আদালত। এই বিষয়ে এক পর্যবেক্ষণ জারি করে মাদ্রাজ হাই কোর্ট জানাল, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আদালতের কার্যক্রম চলাকালীন একজন মহিলার সাথে আপত্তিজনক অবস্থানে দেখা যাওয়ার পরে মাদ্রাজ হাইকোর্ট মঙ্গলবার আরডি সান্থনা কৃষ্ণন নামক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করেছে।

ঘটনাটি বিচারপতি জি কে ইলান্থিরাইয়ানের বেঞ্চের সামনে ঘটেছিল। যার পরে বিচারপতি পিএন প্রকাশ এবং আর হেমলতার একটি ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত অবমাননার প্রক্রিয়া শুরু করে। আদালতের তরফে বলা হয়, ‘আমাদের এক সহকর্মী বিচারপতির অনলাইন কার্যক্রমের সময়কার একটি ভিডিয়ো ক্লিপিং সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে একজন পুরুষকে একজন মহিলার সাথে কামুকতায় লিপ্ত হতে দেখা গিয়েছে।’ আদালতের তরফে আরও বলা হয় যে আদালতের কার্যক্রম চলাকালীন এই ধরনের নির্লজ্জ অশ্লীলতার ক্ষেত্রে নীরব দর্শক হয়ে থাকা যায় না।

অবমাননার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি আদালত ঘটনাটির একটি সিবি-সিআইডি তদন্তের নির্দেশও দিয়েছে। যেহেতু ভিডিয়োটি প্রাথমিকভাবে তথ্য প্রযুক্তি আইন এবং অন্যান্য দণ্ডবিধির আইনের অধীনে অপরাধের আওতায় পড়ে, তাই এই তদন্তের নির্দেশ। ডিভিশন বেঞ্চ বৃহত্তর চেন্নাইয়ের পুলিশ কমিশনারকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিয়োটি মুছে ফেলার উপায় খুঁজে বের করার নির্দেশও দিয়েছে।

সূত্র হিন্দুস্তান টাইমস 

সর্বাধিক পঠিত


ভিডিও