রাজনীতি

সাঈদীর রায়ের পর সহিংসতা: শাহজাহান চৌধুরীর বিচার শুরু

762_download.jpg

সহিংসতার মামলায় জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা-ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে সহিংসতার ঘটনায় এ মামলা দায়ের হয়েছিল।

সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন।মামলার আসামিদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ছাড়াও দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেকসহ স্থানীয় নেতাকর্মীরা আছেন।

অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হুমায়ুন কবির সারাবাংলাকে জানিয়েছেন, ২০২২ সালের ৩০ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। এ রায়ের প্রতিবাদে বিক্ষোভে নেমে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের রূপনগর এলাকায় জামায়াতের নেতাকর্মীরা বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনায় বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক রতন বড়ুয়া বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে শাহজাহান চৌধুরীসহ জামায়াতের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে ২০১৭ সালের ২২ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বাধিক পঠিত


ভিডিও