বাংলাদেশ

চীনের কমিউনিস্ট পার্টিকে মোকাবিলা করতে হবে: পম্পেও

79_12.jpeg

যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তারের বিরুদ্ধে লড়তে হবে। বুধবার নিউ ইয়র্কে এক সম্মেলনে দেয়া বক্তব্যে একথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এমন এক সময়ে পম্পেও এমন মন্তব্য করলেন যখন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামপ চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসার নানা ইঙ্গিত প্রদর্শন করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র প্রথম থেকেই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমপর্ক ধরে রাখার চেষ্টা করে গেছে। তবে চীনের মানুষ ও সেদেশের কমিউনিস্ট সরকার একই বিষয় নয়। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতির ধরনে মৌলিক পার্থক্য ব্যাপক। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। তাই তাদের সঙ্গে এভাবে সমপর্ক টিকিয়ে রাখা বাস্তবসম্মত কিছু নয়।
সর্বাধিক পঠিত


ভিডিও