বিশেষ খবর


শোক সংবাদ:

8057_Sok_news.jpg

শোক সংবাদ:

রেঙ্গা দাউদপুরে জন্ম গ্রহনকারী সিলেটের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার ইমামউদ্দিন আহমদ চৌধুরী দীর্ঘদিন বার্ধক‌্যকালীন অসুস্থ অবস্থায় আজ মঙ্গলবার, ২৪ অক্টোবর ‘২৩ ইং ভোর রাতে তার সিলেটের হাউজিং এস্টেটের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 


কর্মজীবনে তিনি বাংলাদেশ তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, রেল মন্ত্রণালয়ের সচিব এবং জনতা ব্যাংক ও অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। মরহুমের নামাজে জানাজা আগামী শুক্রবার বাদ-জুম্মা সিলেটের দরগাহে শাহজালালে অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও