মিথ্যা বলা, মিথ্যা সংবাদ প্রচার করা কঠিন গুনাহের কাজ। মিথ্যুকরা আল্লাহর অভিশাপপ্রাপ্ত। পবিত্র কোরআনে মুবাহালাসংক্রান্ত আয়াতে এসেছে, ‘অতঃপর আমরা সবাই (আল্লাহর কাছে) এ মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের ওপর আল্লাহর লানত পতিত হোক।’ (সুরা আলে ইমরান: ৬১)
মিথ্যা বলতে থাকলে একসময় চরম মিথ্যুকের তালিকায় নাম উঠে যায়। ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেন, ‘...কোনো ব্যক্তি সবসময় মিথ্যা কথা এবং মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদীরূপে পরিগণিত হয়।’ (মুসলিম: ২৬০৭)
অবাস্তব ও বানোয়াট সংবাদ প্রচারের কারণে পুরো সমাজে অশান্তি ও অস্থিতিশীলতা তৈরি হয়। ফলে এমন ক্ষেত্রে শাস্তি অনেক ভয়াবহ। মেরাজের রাতে রাসুল (স.)-কে বিভিন্ন অপরাধীদের শাস্তি দেখানো হলো। তার মধ্যে ছিলো- এক লোক বসা, পাশে আরেকজন দাঁড়ানো। তার হাতে লোহার পেরেক। লোহার পেরেক দিয়ে এই লোক পাশের লোকটির চোয়ালে আঘাত করে এবং পেরেকটি তার চোয়ালে ঢুকিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে যায়। তারপর একইভাবে অপর চোয়ালে আঘাত করে। ততক্ষণে আগের চোয়াল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে আবার আঘাত করতে থাকে।
জিজ্ঞাসা করা হলো- এরা কারা? বলা হলো- সামনে চলুন। (এভাবে অন্যান্য অপরাধীদের শাস্তিও দেখানো হলো। পরিশেষে যখন একে একে সবার শাস্তির কারণ জানানো হলো, তখন লোহার পেরেক চোয়ালে ঢুকানোর ব্যাপারে) বলা হলো- أَمّا الّذِي رَأَيْتَهُ يُشَقّ شِدْقُهُ، فَكَذّابٌ يُحَدِّثُ بِالكَذْبَةِ، فَتُحْمَلُ عَنْهُ حَتّى تَبْلُغَ الآفَاقَ، فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ القِيَامَةِ ‘আপনি যার চোয়াল বিদীর্ণ করে ফেলতে দেখেছেন, সে ছিল মিথ্যাবাদী। মিথ্যা বলত (এবং তা প্রচার করত) ফলে তার বলা মিথ্যা প্রচার হতে হতে দিগদিগন্তে ছড়িয়ে পড়ত। কাজেই কেয়ামত পর্যন্ত তার সাথে এমনটি করা হতে থাকবে, এভাবেই তাকে শাস্তি দেয়া হবে। (সহিহ বুখারি: ১৩৮৬)
অতএব মিথ্যা থেকে এবং মিথ্যার কুপ্রভাব থেকে সমাজকে বাঁচাতে বানোয়াট কথা প্রচার করা থেকে সতর্ক হতে হবে। এমন কাজ সম্পূর্ণ নাজায়েজ। এমনকি শোনা কথাও যাচাই না করে প্রচার করা যাবে না। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘কোনো লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (যাচাই না করে) তাই বলে বেড়ায়’। (সহিহ মুসলিম: ৫)
মহান আল্লাহ বলেন, ‘(অনুমানভিত্তিক) মিথ্যাচারীরা ধ্বংস হোক’ (সুরা জারিয়াত: ১০)। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মিথ্যা সংবাদ প্রচারের মতো ঘৃণ্য কাজ থেকে হেফাজত করুন। মিথ্যা কথা থেকে, মিথ্যা লেখালেখি থেকে হেফাজতে থাকার তাওফিক দান করুন। আমিন।