তথ্য ও প্রযুক্তি

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

9722_IMG_7667.jpeg

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম।
প্রতিষ্ঠানটির আইনজীবী আহসানুল করিম বিবিসি বাংলাকে বলেন, বিগত আমলে সময় টেলিভিশনকে সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, চাপ প্রয়োগ করা হতো, যার প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছিল।
এছাড়া এখানের অনেক কর্মী বৈষম্য ও নীপড়নের শিকার হয়েছে। বিগত সরকারের সময় যারা তাদের কোনঠাসা করে রেখেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন বৈষম্যের শিকার কর্মীরা। ফলে প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা শঙ্কাও আছে বলে জানাচ্ছেন মি. করিম। এবং এজন্য ৭ দিন সম্প্রচার বন্ধ রাখতে সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। আদালত ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই বলে উল্লেখ করে মি. করিম জানান, এই প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ মালিকানা সিটি গ্রুপের। অন্যদের ২৫ শতাংশ। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী দুই বছর পর পর ম্যানেজিং ডিরেক্টের পরিবর্তন করার কথা। যেহেতু সেটি করা হয়নি তাই সময় টেলিভিশন মিটিং ডেকে আহমেদ জোবায়েরের বদলে শম্পা রহমানকে ম্যানেজিং ডিরেক্টর করেন।
এর আগে, গত ১০ই অগাস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় এবং শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে। পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ই অগাস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

সর্বাধিক পঠিত


ভিডিও