ইতালি

ইতালিস্হ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে‌ তারুণ্যের উৎসব ২০২৫‌ ইতালির আরেজো শহরে

10544_WhatsApp Image 2025-02-11 at 9.15.08 AM.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বাংলাদেশ সরকার আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে ইতালির আরেজো শহরে  অনুষ্ঠিত হলো একটি প্রীতি ফুটবল ম্যাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এদিন, বাংলাদেশ দূতাবাসের ফুটবল দল ও বাংলাদেশ নাগরিক সমিতি আরেজো ইতালির মধ্যে খেলা হয়, যেখানে বাংলাদেশ নাগরিক সমিতি জয় লাভ করে ৩-২ গোলে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন ইতালিস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক।

রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তৃতায় বলেন, “বাংলাদেশের তরুণরা শুধু আমাদের দেশের, তারা পৃথিবীর নেতৃত্বে ভূমিকা রাখতে সক্ষম।”

এছাড়া, বাংলাদেশ নাগরিক সমিতি আরেজো ইতালির সভাপতি রাসেল আহমেদ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

আয়োজকরা বললেন এ উৎসবের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা। এই উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সর্বাধিক পঠিত


ভিডিও