ইতালি

ঢালী নাসির যুক্তরাজ্য সাংগঠনিক সফর শেষে ইতালি আগমনে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

10553_67f42385-5f5a-4ad8-934e-0442b4f31888.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেস্যাল এসিস্যান্ট ট্যু দ্য চেয়ারপারসন ফরেন এফেয়ার্স এডভাইজার কমিটির সদস্য ঢালী নাসির উদ্দিন সাংগঠনিক সফর শেষে লন্ডন থেকে ইতালি এসে পৌছালে রোমের এয়ারপোর্টে নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে ঢালী নাসির উদ্দিন এর ইতালি আসার খরব শুনে রোমের চ্যাম্পিনো এয়ারপোর্টে দলীয় নেতা কর্মীদের ভিড় জমতে থাকে। পরে বেলা ২ টায় এয়ারপোর্টে এসে নামলে আগ থেকে অপেক্ষারত বিএনপির নেতা কর্মীরা থাকে উঞ্চ অভ্যর্থনা জানাই।

এই সময় ঢালী নাসির উদ্দিন দলীয় নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।  

ঢালী নাসির তার বক্তব্যে বলেন ইতালি বিএনপিকে আরো শক্তিশালী করতে বিগত কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। এবং আগামীতে নতুন কমিটির মাধ্যমে ইতালি বিএনপির আরো বেশি শক্তিশালী ভূমিকা রাখবে বাংলাদেশের রাজনীতিতে।

এসময় তিনি স্যোসাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচারে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন এবং ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান। 

আগামী ১৫ ফেব্রুয়ারী ইতালি বিএনপির নেতাকর্মীদের সাথে অনলাইনে মিটিং করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এদিন অনলাইন মিটিংয়ে দলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন ঢালী নাসির।

বিমানবন্দরে ঢালী নাসির উদ্দিন কে ফুল দিয়ে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি'র সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, গাজী সালাউদ্দিন সুইট, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, আল আমিন বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ঢালী, মানবাধিকার বিষয়ক সম্পাদক চুন্নু মৃধা, শিল্প বিষয়ক সম্পাদক আজহার মৃধা, ত্রাণ ও পূর্ণভাষণ বিষয়ক সম্পাদক আলী আক্কাস, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর সরধার, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণি, সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সহ সভাপতি বাদল মাষ্টার, আজম মৃধা, রাকিব ভূঁইয়া, আলী খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, মামুন বেপারী, মন্তেমারিও বিএনপি সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরী, শরিয়তপুর বিএনপি সভাপতি মোঃ স্বপন বেপারী, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি সাব্বির আহমেদ, ফিরেন্স বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগর, সাবেক সহ সভাপতি জয়নাল রহমান সোহেল, সাবেক সদস্য সাইফুল ইসলাম, শাহীন আলম, পিজ্জা বিএনপির সাবেক সহ সভাপতি অপু ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু সুমন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মিসু, লিভর্ন বিএনপির সাবেক সভাপতি আফিল উদ্দিন দফাদার, সাবেক সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান সওদাগর, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ফিরেন্স যুবদলের সোহেল মাহমুদ, শাহীন মোড়ল, আফজাল হোসেন, সোহেল, লিমন সহ ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত


ভিডিও