গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন ইস্যুতে যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠকে অংশ নিতে বাংলাদেশ থেকে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভারত সফরে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রতিনিধি দলটি আগামী সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছাবে।
বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে দলটি ৩ মার্চ কলকাতায় পৌঁছে ৫ মার্চ পর্যন্ত ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণে থাকবে। এরপর, ৬-৭ মার্চ কলকাতায় দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠকে অংশ নেবে।
জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার (এফএম) আর আর সাম্বারিয়া-এর একটি চিঠির বরাত দিয়ে বলা হয়েছে, এই বৈঠকে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।
এ প্রসঙ্গে আবুল হোসেন বলেন, “যৌথ নদী কমিশন প্রতিবছর একবার আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়ে বৈঠকে বসে। এবারের আলোচনাও সেই ধারাবাহিকতার অংশ।”
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রায় ৩০ বছর পর এই চুক্তির নবায়ন নিয়ে আলোচনা চলেছে।