সারা বিশ্ব

আফগানিস্তান সীমান্তে যুদ্ধের মহড়া পাকিস্তানি সেনাদের

109_Screenshot_20210826-211925_Chrome.jpg

 

আফগানিস্তানে গৃহযুদ্ধের আবহে মধ্যেই সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করল পাকিস্তানি সেনাবাহিনী। তাৎপর্যপূর্ণভাবে এই সমর অনুশীলনে তাদের সাথে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাখস্তানের ফৌজ। বর্তমান পরিস্থিতিতে আফগান সীমান্তে পাকিন্তানি সেনাদের এই ‘তৎপরতা’ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের কেউ কেউ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার বিকেলে থেকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পব্বিতে পাকিস্তানের সেনাদের সন্ত্রাসবিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে। ‘দোস্তারম-৩’ নামে এই মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর ‘স্পেশাল ফোর্স’ ইউনিটগুলো। রয়েছে আধুনিক হেলিকপ্টারসহ পাকিস্তানি বাহিনীর নতুন বিভিন্ন অস্ত্রসম্ভার।

পাকিস্তানের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্গম অঞ্চলে দ্রুত সন্ত্রাসবিরোধী অভিযান অনুশীলনের উদ্দেশ্যেই এই সামরিক মহড়া। তবে অতীতে একাধিকবার সীমান্তে সেনা মহড়ার ঘটনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে আফগান সরকার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বাধিক পঠিত


ভিডিও