ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি একটি ভিডিও বার্তায় ইরানে হামলার সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এটি “ইতিহাস বদলে দেবে”।
নেতানিয়াহু বলেন, “অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের অসাধারণ ও ন্যায়সঙ্গত শক্তি প্রয়োগের মাধ্যমে আপনি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিহাস বদলে দেবে।”
তিনি আরও বলেন, “অপারেশন ‘রাইজিং লায়নে’ ইসরায়েল অভাবনীয় কিছু করেছে। কিন্তু আজ রাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যা করেছে, তা অতুলনীয়। এমন কিছু করেছে যা পৃথিবীর আর কোনো দেশ পারত না। ইতিহাসে লেখা থাকবে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসকগোষ্ঠীর কাছ থেকে সবচেয়ে ভয়ংকর অস্ত্র ছিনিয়ে নিতে পদক্ষেপ নিয়েছেন।”