সারা বিশ্ব

ফিলিস্তিনের সার্বভৌমত্ব ইসরাইলের কাছেই থাকা উচিত: নেতানিয়াহু

11630_aa927mb_benjamin-netanyahu_625x300_19_March_25.jpg.jpg

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তিনি ফিলিস্তিনিদের সাথে শান্তি চান। কিন্তু ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে তিনি ইসরাইলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করে বলেছেন, এই কারণে সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা ইসরাইলের কাছেই থাকা উচিত।

সাংবাদিকরা এ সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, দ্বি-রাষ্ট্র সমাধান সম্ভব কি-না। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তা জানি না।’ পরে তিনি নেতানিয়াহুকে এর উত্তর দিতে বলেন।

নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার ক্ষমতা থাকা উচিত। কিন্তু আমাদের হুমকি দেয়ার মতো কোনো ক্ষমতা তাদের থাকা উচিত নয়। এর অর্থ হলো, সামগ্রিক নিরাপত্তার মতো সার্বভৌম ক্ষমতা সর্বদা আমাদের হাতে থাকবে।’

তিনি আরো বলেন, ‘৭ অক্টোবরের পর মানুষ বলেছিল যে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র আছে, গাজায় হামাস নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র এবং দেখুন তারা এটি দিয়ে কী করেছে। তারা এটি তৈরি করেনি। তারা বাঙ্কার, সুড়ঙ্গ তৈরি করেছিল। পরে তারা আমাদের শহরগুলোতে আক্রমণ করেছিল। তাই মানুষ সম্ভবত বলবে না, আসুন তাদের আরেকটি রাষ্ট্র দেই। এটি ইসরাইলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হবে।’

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের ফিলিস্তিনি প্রতিবেশীদের সাথে শান্তি স্থাপন করব, যারা আমাদের ধ্বংস করতে চায় না এবং আমরা এমনভাবে শান্তি স্থাপন করব যেখানে আমাদের নিরাপত্তা, সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সর্বদা আমাদের হাতে থাকবে।’

ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে মার্কিন মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়ার মাধ্যমে অধিকৃত পশ্চিমতীর, গাজা এবং পূর্ব জেরুসালেমে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে। অনেকেই বলছেন, ইসরাইল পশ্চিমতীরে বসতি স্থাপন বৃদ্ধির মাধ্যমে এবং বর্তমান যুদ্ধের সময় গাজার বেশিভাগ অংশ ধ্বংস করে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা নষ্ট করছে। তবে ইসরাইল তা প্রত্যাখ্যান করে।

এর আগে, নেতানিয়াহুর লিকুদ দলের মন্ত্রীরা গত সপ্তাহে অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তার এই প্রস্তাব মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও ব্যাপকভাবে নিন্দিত হয়েছে। সূত্র : রয়টার্স

সর্বাধিক পঠিত


ভিডিও