সারা বিশ্ব

দোহায় হামলায় সৌদির আকাশপথ ব্যবহার করে ইসরায়েল

11831_IMG_0895.jpeg

কাতারের দোহায় হামলা চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দৈনিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য তুলে ধরে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের ওপর সাম্প্রতিক হামলায় যুদ্ধবিমান ব্যবহার করে সৌদি আরবের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল।

গোপন হামলায় আটটি এফ-১৫ এবং চারটি এফ-৩৫ বিমান অংশ নেয়, যা আরব উপদ্বীপের বিপরীত দিকে লোহিত সাগরে প্রায় দেড় হাজার কিলোমিটার (৯৩২ মাইল) পাড়ি দেয়। যুদ্ধবিমানগুলো থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তা সৌদি আরবের আকাশ দিয়ে উড়ে দোহায় গিয়ে আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরায়েল কৌশলগতভাবে তার যুদ্ধবিমানগুলোকে লোহিত সাগরে স্থাপন করে এবং সৌদির আকাশ পথকে ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে, হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল হামাসের বিরুদ্ধে আসন্ন আক্রমণ সম্পর্কে মার্কিন সেনাবাহিনীকে অবহিত করেছিল। তবে, প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি তেল আবিব।

একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই অভিযানকে “একেবারে অকল্পনীয়” বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার এত কম সময় আগে অবহিত করা হয়েছিল যে আদেশটি উল্টে দেয়ার বা থামানোর কোনো উপায় ছিল না।’

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। বৈঠকে থাকা শীর্ষ হামাস নেতারা আক্রমণ থেকে ভাগ্যক্রমে বেঁচে যান।

এই আগ্রাসনের ফলে অঞ্চলজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। কাতার শীঘ্রই ইসরায়েলি বিমান হামলা নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন ডেকেছে। দোহায় ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

সর্বাধিক পঠিত


ভিডিও