সারা বিশ্ব

এফবিআই ওয়ান্টেড ‘ক্রিপ্টো কুইন’-এর সম্পদ বাজেয়াপ্তে আদালতের আল্টিমেটাম

12792_d2fd7190-c561-11f0-ac47-e3b40c46275e.png-2.jpeg

এফবিআই ওয়ান্টেড ‘ক্রিপ্টো কুইন’-এর সম্পদ বাজেয়াপ্তে আদালতের আল্টিমেটাম

এফবিআইয়ের সবচেয়ে ওয়ান্টেড তালিকায় থাকা পলাতক প্রতারক রুজা ইগনাতোভাকে তার সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে ২৮ দিনের সময়সীমা দিয়েছে গার্নসি সরকার। ১৬ ডিসেম্বরের মধ্যে তিনি কোনো আপত্তি না জানালে গার্নসির রয়্যাল কোর্ট তার বিরুদ্ধে জব্দাদেশ কার্যকর করবে।

৪৫ বছর বয়সী বুলগেরিয়া–জন্ম জার্মান নাগরিক ইগনাতোভা ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকদিনের মধ্যেই হঠাৎ নিখোঁজ হন। তিনি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন প্রতারণাসহ কুখ্যাত হয়ে ওঠা ক্রিপ্টোকারেন্সি ‘ওয়ানকয়েন’, যার মাধ্যমে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ৪ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির শিকার হন বলে এফবিআই জানায়।

বর্তমান বাজেয়াপ্তি উদ্যোগটি জার্মানির বিয়েলেফেল্ড শহরের প্রসিকিউটরদের অনুরোধে নেওয়া হয়েছে। গার্নসি কর্তৃপক্ষের সহায়তায় তারা লন্ডনে ইগনাতোভার মালিকানাধীন দুটি ফ্ল্যাটের বিক্রয়লব্ধ অর্থ উদ্ধার করতে চাইছে। সম্পত্তিগুলো গার্নসিভিত্তিক শেল কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল।

২০২১ সালের ৪ নভেম্বর থেকে এই সম্পদ গার্নসির রয়্যাল কোর্টের রিস্ট্রেইন্ট অর্ডারের অধীনে রয়েছে—এর লক্ষ্য ছিল ভবিষ্যতে বাজেয়াপ্ত করার জন্য সম্পদ সংরক্ষণ। বিয়েলেফেল্ডের প্রধান প্রসিকিউটর কার্সটেন নোভাক জানান, কেনসিংটনের পেন্টহাউসটি ১ কোটি পাউন্ডে এবং অন্য অ্যাপার্টমেন্টটি ১৪ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তবে কর, ফি ও অন্যান্য খরচ বাদে ২০২৪ সালের মে পর্যন্ত মোট অর্থ দাঁড়ায় প্রায় ৮.৮ মিলিয়ন পাউন্ড। পরবর্তীতে এই পরিমাণ আরও কমতে পারে।

জার্মান আইনে এই অর্থ ওয়ানকয়েন প্রতারণার শিকার ভুক্তভোগীদের ক্ষতিপূরণে ব্যবহার করার কথা থাকলেও, গার্নসির নতুন আইনি বিজ্ঞপ্তিতে রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডে রাখা একটি অ্যাকাউন্টের সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে। ২০২৬ সালের ১৩ জানুয়ারি রয়্যাল কোর্টে মামলাটির শুনানি হবে।

রুজা ইগনাতোভা লন্ডনের হাই কোর্টের আদেশে বিশ্বব্যাপী সম্পদ জব্দের আওতায়ও রয়েছেন। তার খোঁজে আন্তর্জাতিক তৎপরতা চলছে এবং তাকে নিয়ে তৈরি হয়েছে জনপ্রিয় বিবিসি পডকাস্ট ও একাধিক ডকুমেন্টারি।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র তার গ্রেপ্তারের তথ্যদাতাকে পুরস্কার বাড়িয়ে ৫০ লাখ ডলার ঘোষণা করে। এফবিআইয়ের ধারণা, তিনি সশস্ত্র দেহরক্ষীদের সঙ্গে চলাফেরা করেন এবং চেহারা পরিবর্তনে প্লাস্টিক সার্জারিও করিয়ে থাকতে পারেন। দক্ষিণ আফ্রিকায় ২০২৪ সালেও তার উপস্থিতির দাবি উঠেছিল।

তবে একই বছরে বিবিসির অনুসন্ধানে উঠে আসে, তার নিরাপত্তা দেখভালকারী এক বুলগেরিয়ান মাফিয়া নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং ধারণা করা হয়—ইগনাতোভার নিখোঁজ হওয়া ও সম্ভাব্য হত্যার পেছনেও সেই মাফিয়া গোষ্ঠীর হাত থাকতে পারে।

সর্বাধিক পঠিত


ভিডিও