ইসলাম

পররাষ্ট্রমন্ত্রীর প্রবাসী পরামর্শদাতার ‘ধান ভানতে শিবের গীত’

 

কালাম চৌধুরী

গতকাল ২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইনউকে শাখার একটি অনুষ্ঠান ছিল নিউহ্যামের ইম্প্রেশন ব্যাংকুয়েটিং হলে।সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একজন সাংবাদিক ও কমিউনিটির সংগঠক হিসাবে দাওয়াত পেয়ে সেখানে হাজির হয়েছিলাম ।অনুষ্ঠানটি ছিলো বেশ জমজমাট। সংগঠনের সভাপতি আশিকুর রহমান সভায় প্রবাসী বাংলাদেশীদের কিছু সমস্যা তুলে ধরেন ।আমাদের অনেক নেতাই ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।
এক সময় বক্তৃতা দিতে আসেন পররাষ্ট্রমন্ত্রীর প্রবাসী পরামর্শদাতা কায়েস চৌধুরী ।তিনি বক্তব্যের শুরুতেই আক্রমণ করেন ওসমানী বিমান বন্দরে নির্যাতিত যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে। নাম না নিয়ে তিনি বলেন -একজন মহিলা নয়টি প্রেস কনফারেন্স করলো, কিন্তু একজন সাংবাদিকও জিজ্ঞাসা করলোনা ৮৬ কেজি মাল কেন সে বিমান বন্দরে নিয়ে এসেছিল ? এ নিয়ে বিষোদগার শুরু করলে আমি দাঁডিয়ে তাঁর এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করি ।
জামিলা চৌধুরী সিলেট ওসমানী বিমান বন্দরে হয়রানীর শিকার হলেন। তাঁর মুখের উপর পাসপোর্ট ছুঁড়ে মারা হলো। তিনি ফ্লাইটে আসতে পারলেন না ।দৌড়াদৌড়ি করে কোথায়ও শান্তি বা বিচার পেলেন না ।মূল কালপ্রিট বিমানের কর্মচারী এখনো বিমান বন্দরে বহাল তবিয়তে। ম্যানেজার ওমর হায়াতও বহাল তবিয়তে। জামিলা টিকেটের ক্ষতিপূরণ ও কোয়ারিন্টিনের অর্থের ক্ষতিপূরণ পেলেন না ।যে দেশের নারী প্রধানমন্ত্রী সে দেশের বিমান বন্দরে একজন নারী নাজেহাল হলেন ।বিমানের উর্ধতন কর্মকর্তারা বাসায় গিয়ে মাফ চাইলেন ।
এমতাবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শদাতার অমূলক কথাবার্তা যেন ‘ধান ভানতে শিবের গীত ‘।
অবশ্য পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে - বিমান বন্দরে সুযোগ পেলে প্রবাসীরা এ ভাবে নাজেহাল হন ।

সর্বাধিক পঠিত


ভিডিও