সারা বিশ্ব

যুক্তরাজ্য বাংলাদেশের ওপর থেকে রেডএলার্ট তুলে নিচ্ছে

করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় এবং পররাষ্ট্রমন্ত্রীর অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশকে ব্রিটেনের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ‘রেড-লিস্ট’ থেকে নামিয়ে আনা হয়েছে। আর এতে করে বাংলাদেশে আটকে পড়া প্রায় ছয় হাজার ব্রিটিশ-বাংলাদেশী সহজে ফিরে যেতে পারবেন। বাংলাদেশ থেকে ব্রিটেন যেতে আর হোটেল কোয়ারেন্টাইন করতে হবে না তবে হোম কোয়ারেন্টাইন করতে হবে।  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ এ তথ্য জানিয়েছেন। ব্রিটেনের রেড-লিস্ট থেকে মুক্তি পেতে পররাষ্ট্র মন্ত্রনালয় প্রচেষ্টা অব্যাহত রেখেছিলো।
বাংলাদেশের ওপর থেকে রেডএলার্ট তুলে নেয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বিষয়টি নিয়ে ব্রিটেন সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেন।
পরবর্তিতে ভার্চুয়াল প্ল্যাটফরমে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের অতিঝুঁকিপূর্ণ দেশের তালিকা (রেড-লিস্ট) থেকে সরানোর অনুরোধ জানান। করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্রিটেনের ৫০ বছরের পুরোনো বন্ধু, তাছাড়া প্রায় ছয় হাজার ব্রিটিশ-বাংলাদেশী আটকা পড়ে আছেন এমতাবস্থায় বাংলাদেশকে রেড-লিস্ট-এ রাখা সমীচীন না।
জবাবে বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং বাংলাদেশের জিনোম সেকুয়েন্সিং ডেটার আরও ঘনঘন প্রকাশের উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার বাংলাদেশকে রেড-লিস্টে না রাখার বিষয়টি পর্যালোচনা করবে।

যুক্তরাজ্য বাংলাদেশের ওপর থেকে রেডএলার্ট তুলে নিয়েছে এমন খবর জানার সাথে সাথে সিলেটজুড়ে আনন্দের বন্যা বইতে শুরু করে। বিশেষ করে আটকে পড়া প্রবাসী এবং যুক্তরাজ্যে লেখাপড়া করতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। এতে করে তাদের ভ্রমন খরচ প্রায় তিন লক্ষ টাকা কমে এলো।

সর্বাধিক পঠিত


ভিডিও