মধপ্রাচ্য

ভারতসহ চার দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের

3480_download (14).jpg

ভারতসহ চার দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সোমবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়া, তুরস্ক, ভিয়েতনাম ও ভারতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভ্রমণের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে নতুন করে করোনার বিস্তার বাড়তে থাকায়  গত মে মাসে ১৬টি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। অর্থাৎ, নিষেধাজ্ঞা চলাকালে সৌদি নাগরিকেরা এই ১৬ দেশে যেতে পারবেন না। ওই তালিকায় থাকা দেশগুলো হচ্ছে ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইন্দোনেশিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া, লিবিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সোমবার এই তালিকার চার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানালো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বাধিক পঠিত


ভিডিও