বিশেষ খবর


১১ লাখ ডলারে বিক্রি হলো হিটলারের ঘড়ি, সমালোচনা

3993_download (7).jpg

অ্যাডলফ হিটলারের ব্যবহার করা একটি হাতঘড়ি প্রায় ১.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি নিলামে এই ঘড়িটি বিক্রি হয়। তবে ইতিহাসের জঘন্যতম ব্যক্তির ঘড়ি বিক্রি নিয়ে এরইমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। হুবার টাইমপিসটি যিনি কিনেছেন তার পরিচয়ও গোপন রাখা হয়েছে। এই ঘড়িতে আছে নাৎসি জার্মানির প্রতীক স্বস্তিকাও। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, এই নিলামের নিন্দা জানিয়েছেন ইহুদি নেতারা। ম্যারিল্যান্ডের আলেকজান্ডার হিস্টোরিকাল অকশনে ঘড়িটি বিক্রির আগেই তারা প্রতিবাদ জানিয়েছিলেন। তবে তাতে পাত্তা না দিয়ে নাৎসি ইতিহাসের এই অংশটিকে নিলামে বিক্রি করে কর্তৃপক্ষ। জার্মান গণমাধ্যমকে তারা জানিয়েছে, ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যেই এটি করেছে তারা।

১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির প্রধান ছিলেন হিটলার। তার সময়ে তিনি নানাভাবে এক কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছিলেন।

এরমধ্যে শুধু ৬০ লাখ মানুষকে হত্যা করেছিলেন ইহুদি হওয়ার কারণে। ইতিহাসের জঘন্যতম মানুষ হিসেবে একনামে সবাই হিটলারকে চেনে। ১৯৩৩ সালে এক জন্মদিনের উপহার হিসেবে তাকে ওই ঘড়িটি দেয়া হয়েছিল। ওই বছরই তিনি জার্মানির চ্যান্সেলর হন। 
১৯৪৫ সালে হিটলারের পতনের পর তার এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে ঘড়িটি পায় ফরাসি সেনারা। এরপর সেটি কয়েক প্রজন্ম পেরিয়ে অকশন হাউজটির কাছে এসেছে। এটি বিক্রির বিরুদ্ধে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন ইহুদি নেতারা। হিটলারের স্মৃতি ধরে রাখাকে তারা জঘন্য বলে আখ্যায়িত করেছেন। এবং এ ধরণের সকল নিলাম বাতিলের আহ্বান জানান তারা।

সর্বাধিক পঠিত


ভিডিও