চন্দ্র নিখোঁজ
-----------------------
কামাল তৈয়ব
কতোদিন নতশিরে গত হয়ে গেছে
নীল ঢাকা মেঘমালা-
তার নিচে কাউকে তো হাসতে দেখি না
চন্দ্র নিখোঁজ আজ কতোকাল-
জনগণ ভুলে গেছে কেমনে ভিজায়ে যেতো জোসনার রঙ।
তবুওতো সাঁঝবেলা মাড়ি বের করে কেউ;
দাঁত থেকে মুক্তো কি থুথুও ভাসে না
বাঁচার তাগিদ নিয়ে হেঁটে চলে গোটানো শামুক
হাসবে সে প্রাণ খুলে, রাঙাবে পৃথিবী
গর্জো আকাশ শেঠ! শামুকের খোলে কিছু বৃষ্টি নামুক
দাবীর শ্লোগান শুনে কারা দেখো হেসে ওঠে
সে হাসির স্বরে খোঁজো হাসি কই- নেই হাসি
শুকনো সে খিলখিল ভান থেকে তান আসে -হাসির নমূনা
কতোদিন গত হলো, কাউকে তো হাসতে দেখি না।