মোচড়
-------------------------------------
কামাল তৈয়ব
বাতাস হে! জনপদ বাসিন্দা যদি জল বলে ভ্রম করে ফেলে
তোমার কী ক্ষতি এতে
আমাদেরই হাঁটাচরা বদলাবে সাঁতারে সাঁতারে
বিছুটি ও বিষবৃক্ষ ডালপালা এলিয়েছে নগরে নগরে
চারিদিকে জীবাণুর কুশলি আবাদ
মৎসে পচন ধরে মাথা থেকে, তারপর ধীরলয়ে বিস্তার সারাদেহ জুড়ে
আমরা তো লেজ হয়ে আছি- অচিরে পচন লেখা নিয়তির কোলে-
এই বায়ু আর এই জলে
তার আগে শেষবার লেজের মোচড় মারি, চলো
জলঘোলা করে রাখি যন্ত্রনার ক্ষত দাগ ধরে।