কবিতা

নদী ও পাটক্ষেত

477_20211114_225536.jpg


----------------------
কামাল তৈয়ব

কালো ইতিহাস আজ নীলকর, নীলক্ষেত

পাটক্ষেত সভ্যতার নীরব সূচনা-
শিল্পের বহুধা সৃষ্টি-
জল্লাদের হাতে তবু দড়ি হয়ে ওঠেনি কখনো

ঘামে ও অশ্রুতে ভেজা নদীগুলো মানবিক গান
মানুষে মানুষে প্রেম জুড়ে দেয় জলের দু'ধার

ফাঁসিতে ঝুলানো কোনো দৃশ্যপট এলে-
আমাদের পাটক্ষেত পুড়ে যায়
আর নদীগুলো অপথে ফুুুরোয়

সর্বাধিক পঠিত


ভিডিও