কবিতা

হৃদয় খোলার গান

491_20211117_014344.jpg


কামাল তৈয়ব

ঝিমানো দুপুরবেলা আনমনা শহরের গলি থেকে গলিকোচে হেঁটেছি
হুডমোড়া রিক্সায় তোমার মতোই ঠিক কারে যেনো কই যেতে দেখেছি।।

প্রথম দেখার বেলা দুরাশার আলো জ্বেলে তুমি ভেবে ভুল করি পাক্কা
চোখে চোখ পড়তেই পেছনে কেরিনা কার ব্রেক ফেল করে মারে ধাক্কা
ফুটপাত ঘেঁষে পড়ে দাঁড়াতে দাঁড়াতে আমি 'তুমি নও, তুমি নও' ভেবেছি।।

চোখের সমুখে প্রিয়, কোনো পাখি যদি
পুরনো আঘাত থেকে ঝরায় গো নদী
লোকে বলে সে সময় হৃদয় খোলে
অভিমানী অভিমান যায়গো ভুলে
আমারও যে তাই ছিলো জানা
যুগে যুগে সে কথাই জেনেছি।।

তোমাকে দেখার পরও তাই আমি চোখ বুঁজে তুমি নও তুমি নও ভেবেছি।।

সর্বাধিক পঠিত


ভিডিও