কবিতা

আমাদের একাত্তুর

653_Bijoy-Inner20171215062853.jpg

আমাদের একাত্তুর
--------------------------
কামাল তৈয়ব

সবুজের দেশে
ডানা মেলে উড়ে চলে বিজয়ের সাদা কবুতর
শীতের সকাল বেলা ঘাসের ডগায় জমা কুয়াশার কণা
সূর্যের শোভা পেয়ে আমাদের এই দেশে সোনা হয়ে জ্বলে

এখানেও লেগেছিলো ছোপ ছোপ রক্তের দাগ
এখানেও নেমেছিলো হিংস্র দাঁতাল কিছু বন্য দানব
জাম গাছে ঝুলেছিলো গুলি খেয়ে মরে যাওয়া কানাই ফকির
ইঞ্জিন বোট হয়ে ভেসেছিলো বিবস্ত্র আজুবু'র পেট ফোলা লাশ-
সেই সাথে মহাখুশি তিনটে শকুন

সুনীল আকাশে তারা ঘুরে ফিরে বারবার এসে
আমাদের মুখগ্রাস কেড়ে নিয়েছিলো
তারপর হেসেছিলো চাঁদ
শহরেও এসেছিলো মধুসুরে গান গেয়ে বনের কোকিল


অনেক বছর গেলো সবুজের দেশজুড়ে কানাই ফকির
শব্দের ঝংকারে বেঁচে থাকে। ছবি হয়ে কথা কয় আজুবু'র লাশ
সবার হৃদয়ে তারা পতাকার মতো যেনো ওড়ে পতপত
তাদের মহৎ ত্যাগ প্রকৃতি লিখে রাখে আপন খাতায়

আজুবু'র স্মৃতি বয়ে আজো নামে মনুগাঙে কলকলে ঢল
ফকিরের এজহার লিখে রাখে বৃক্ষের গেরি-বল্কল।।

সর্বাধিক পঠিত


ভিডিও