তথ্য ও প্রযুক্তি

মুরগির আগে ডিম? প্রমাণ করলেন গবেষকরা

706_download (14).jpg

ডিম আগে নাকি মুরগি আগে? এটি বহুল বিতর্কিত প্রশ্ন। এটা বহু যুগ ধরেই ধাঁধার আকার নিয়েছে। আর এই ধাঁধা অনেকটা বৃত্তের মতো। যে বৃত্তের শুরু আর শেষ নেই। সবটাই যেন সমান। তবে সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন গবেষকরা!

যুক্তরাজ্যের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। দীর্ঘ দিন ধরে গবেষণা চালানোর পর সেই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছেন তারা। গবেষকদের দাবি, ডিম নয়, মুরগিই আগে। এবং সেটা প্রমাণসহ প্রকাশ্যে এনেছেন তারা।

তারা বলছেন, ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে তাতে ওভোক্লিডিন (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। ডিমের সৃষ্টিতে এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়। গবেষকদের দাবি, এর থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগি এসেছে। তার পর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি।

আরও পড়ুন: সকালে দুধ চা নাকি রং চা? কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী?

তবে এ তো না হয় জানা গেল যে মুরগি আগে এসেছে। কিন্তু সেই মুরগি পৃথিবীতে প্রথম কীভাবে এল তা নিয়ে কোনো জবাব দিতে পারেননি গবেষকরা।

সূত্র: আনন্দবাজার

সর্বাধিক পঠিত


ভিডিও