মধপ্রাচ্য

আমিরাতে সরকারি ছুটির পরিবর্তন

983_download (7).jpg

সংযুক্ত আরব আমিরাতে বছরের প্রথম পবিত্র জুমার দিন আজ। নতুন বছরের শুরু থেকে সরকারি ছুটি পরিবর্তন হয়ে শনি ও রোববার হয়েছে। পরিবর্তন হয়েছে জুমার নামাজের সময়সূচিও।

দেশটিতে আজ প্রথম জুমার নামাজ শুরু হবে ১টা ১৫ মিনিটে। তবে শারজায় আগের মতো ১২টা ১০ মিনিটেই জুমার নামাজ শুরু হবে। শারজাহ ব্যতীত দেশটির সব প্রদেশে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি কর্মদিবস চলবে।

নতুন বছর থেকে জুমার নামাজের সময় ১টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়। সরকারি কিছু কিছু বিভাগ এবং স্কুলগুলোর জন্য, শনি ও রোববার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।

শারজায় শুক্রবার, শনি ও রোববার তিন দিনের সাপ্তাহিক সরকারি ছুটি ঘোষণা করা হয়। তাই শুক্রবারের নামাজের সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার পূর্বে ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার অর্ধেক কর্মদিবস থাকবে সরকারি অফিস সমূহে।

সর্বাধিক পঠিত


ভিডিও