এলবি২৪ টিভির আয়োজনে ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে এক বিশেষ অনুষ্ঠান প্রতিষ্ঠানের নবনির্মিত স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের ফাউন্ডার শাহ ইউসুফের উদোগে তৃতীয় বাংলা যুক্তরাজোর প্রথম অনলাইন টিভির এ আয়োজন ছিলো মূলত একটি প্রস্তুতি সভা ও কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে।স্টুডিওর পরিদর্শন।
সপ্তদশ বর্ষ পেরিয়ে অষ্টাদশ বর্ষে পা রেখেছে এলবি২৪, এ উপলক্ষে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যুক্তরাজের বাঙালী কমিউনিটির বিভিন্ন সেক্টরে তথা কমিউনিটি মানবসেবা, শিক্ষা, রাজনীতি, বাবসা, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখে যাচ্ছেন তাদের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান উদযাপন করবে।
অনুষ্ঠানের আগত অতিথিদের নিয়ে বিশেষ টক শো মিডিয়া ব্যক্তিত্ব ও এলবি২৪ হেড অব নিউজ মিছবাহ জামালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান এলবি২৪ এর স্বপ্নদ্রষ্টা ও ফাউন্ডার শাহ ইউসুফ।
শুভেচ্ছা বক্তবো রাখেন ডাইরেক্টর অফ অপারেশন রোকসানা হক তারিন।। অতিথিবৃন্দ মুগ্ধ হয়ে স্টুডিও পরিদর্শন করার পর অনুষ্ঠানে তাদের নিজ নিজ মতামত তুলে ধরে বলেন, শাহ ইউসুফ এমনি এক মানুষ, তিনি যা স্বপ্ন দেখেন বাস্তবে তা পরিণত করতে সমানভাবে সচেষ্ট হয়ে সফল হয়েছেন। বাঙালী কমিউনিটির বিভিন্ন ইসুতে এই চানেল অগ্রনী ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে একে একে যারা অংশ নেন তারা হলেন,আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, শাহাগীর বখত ফারুক, মানিক মিয়া, মুকিম আহমেদ, মহিব চৌধুরী, বজলুর রশিদ এমবিই, সাঈদুর রহমান রেনু জেপি, রফিক হায়দার, তাইছির মাহমুদ, ওলি খান এমবিই, হেলাল খান, রফিকুল হায়দার, বারিস্টার নাজির আহমেদ, ওয়াজিদ হাসান সেলিম বিইএম, মোহাম্মদ ওয়ারিস আলি, পলি রহমান, আব্দুল মুহিত চৌধুরী, মতিউর রহমান খোকন, আতাউর রহমান খান শাহিন, বারিষ্টার লুতফুর রহমান
এম এ মুনিম সালিক, শাহেদ আহমেদ সিই ও পেটাপ, সিনিয়র সাংবাদিক রহমত আলি, রেডিও প্রেজেন্টার জাকারিয়া মুর্শেদ, কাজী শাহিন, বদরুজ্জামান বাবুল,
করিম মিয়া শামিম, শাহনেওয়াজ রাশিদ প্রমূখ। আগত সকল অতিথিকে স্টুডিওতে এসে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য করায় এলবি২৪ পরিবারের পক্ষে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডিরেক্টর রোকসানা হক তারিন, হেড অব প্রডাকশন্স মাহমুদুল হক হৃদয়, ও এলবির পরিবারের পক্ষে আব্দুল মুনিম জাহেদী কারল, মিজানুর রহমান, এনাম চৌধুরী, হাফসা ইসলাম, মনোয়ার ক্লার্ক, মাহাতির মুহাম্মদ মিজান ও মাহমুদ হাসান।