সারা বিশ্ব

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাজ্যে নিবন্ধিত দাতব্য সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’-এর একদল কর্মী নিহত

10907_IMG_5235.jpeg

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একদল দাতব্য কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যে নিবন্ধিত আল খায়ের ফাউন্ডেশন।

সংস্থাটি বিবিসিকে জানায়, শনিবার তাদের স্বেচ্ছাসেবক ও কার্যক্রম ডকুমেন্টিং করা স্বাধীন সাংবাদিকসহ মোট আটজন নিহত হয়েছেন। হামাস এই হামলাকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির “চরম লঙ্ঘন” বলে অভিহিত করেছে।

ইসরায়েলের দাবি ও দাতব্য সংস্থার প্রত্যাখ্যান:

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা “দুই সন্ত্রাসীকে” লক্ষ্যবস্তু করেছিল, যারা ড্রোন পরিচালনা করছিল এবং এটি ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল। পরে ঘটনাস্থলে আসা “অতিরিক্ত সন্ত্রাসীদের” লক্ষ্য করেও হামলা চালানো হয়।

তবে আল খায়ের ফাউন্ডেশন এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের দলটি সেখানে কেবলমাত্র ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ছিল। সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাসিম রশিদ আহমদ বিবিসিকে জানান, তারা সেখানে শরণার্থীদের জন্য তাঁবু স্থাপন করছিলেন এবং সেটির প্রচারণার জন্য ভিডিও তৈরি করছিলেন।

তিনি আরও বলেন, ক্যামেরাম্যানরা গাড়িতে ফিরে আসার সময় হামলার শিকার হন, এরপর যারা তাদের সাহায্য করতে ছুটে যান, তাদেরকেও ইসরায়েলি ড্রোন টার্গেট করে হামলা চালায়।
 

নিহত সাংবাদিকদের পরিচয়:

ফিলিস্তিনি সাংবাদিক সংগঠন জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন ভিডিও এডিটর বিলাল আবু মাতার এবং ক্যামেরাম্যান মাহমুদ আল-সাররাজ, বিলাল আকিলা ও মাহমুদ আসলিম।

সংগঠনটি ইসরায়েলকে “ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে টার্গেট করার” অভিযোগ এনে বলেছে, সাংবাদিকরা “নিজেদের জীবন বিপন্ন করে সত্য উদঘাটন ও ইসরায়েলের অপরাধ বিশ্বকে জানানোর চেষ্টা করছেন”।

এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন এবং তাদের গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

হামাসের প্রতিক্রিয়া ও যুদ্ধবিরতির অনিশ্চয়তা:

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, “ইসরায়েল গাজার উত্তরাঞ্চলে ভয়াবহ গণহত্যা চালিয়েছে।”

হামাস এখন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার দাবি জানাচ্ছে, যা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জানুয়ারিতে হওয়া চুক্তিতে উল্লেখ ছিল।


পরিস্থিতি অবনতির পথে:

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ায়, গাজায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।


 সূত্রঃ BBC

সর্বাধিক পঠিত


ভিডিও