পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের ৭ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে কুমিল্লায় ট্রেন ও সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনার সাত ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিঘ্নিত হয়।
জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও সবজিবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাত থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
খবর পেয়ে রোববার ভোর ৪টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। পরে ৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।