ছাতকে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বশির মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বশির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর গ্রামের শশুরালয় থেকে শ্যালিকাকে ফুসলিয়ে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে তার শ্যালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনার পর ধর্ষিতার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ধর্ষককে পুলিশ আটক করে। ছাতক থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে বশির মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।