সারা বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ আটক ৩২৬ অভিবাসী

আশরাফুল মামুন , মালয়েশিয়া থেকে


মালয়েশিয়ায় করোনাকালেও থেমে নেই অবৈধ অভিবাসীবিরোধী অভিযান। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশীসহ ৩২৬ অভিবাসীকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বেরানাঙ শহরের জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এই অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ বলেন, মধ্যরাত ১২ টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশীকে আটক করা হয়। পরে কাগজপত্র যাচাই শেষে ২৯৭ জনকে গ্রেফতার করা হয়।

খায়রুল দাজেমি বলেন, বিদেশীদের বেশিরভাগই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে। আবার কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করে।

তিনি জানান, গ্রেফতার অবৈধ অভিবাসীদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন। এছাড়া বাংলাদেশের ৯৬ জন, মিয়ানমারের ৬৬ জনের, ঘানার একজন এবং ভিয়েতনামের ছয়জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, 'আশেপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এই জনবসতিতে উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধির ব্যাঘাত ঘটছে। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে।'

তিনি বলেন, 'আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার মালয় রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগ কর্তারা আইন ভঙ্গের কারনে ৩৫০,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে।'

এছাড়া আরও তদন্তের জন্য গ্রেফতারদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

খায়রুল দাজেমি বলেন, গ্রেফতার অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ কাগজপত্র না থাকায় তারা ধারা ৬ (১) এর অধীন অপরাধ করেছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও