সিলেট

সিলেটে ৬৫ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা

387_Screenshot_20211015-230312_Google.jpg

সিলেটে ৬৫ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা

 

সিলেটে ৬৫ বছরে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই রেকর্ড ১৯৫৬ সালের পর অক্টোবর মাসে সিলেটে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা।


চলতি মাসের ১১ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর সবশেষ ২০১৪ সালের অক্টোবর মাসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটিই ছিল গত কয়েকবছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি রেকর্ড হওয়া তাপমাত্রা।

সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সিলেটে তাপমাত্রায়  বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি এর আগে কখনও হয়নি। কিন্তু গত কয়েকবছর থেকে ক্রমেই অক্টোবর মাসে সিলেটের তাপমাত্রা বাড়ছে।

তিনি বলেন, এই মাসের প্রথম দিকে বৃষ্টি হলেও তা স্বাভাবিকের তুলনায় ৩০/৩৫ শতাংশ কম হয়েছে। আর আগামী ১৮ ও ১৯ অক্টোবরের আগে সিলেটে বৃষ্টি হবার সম্ভাবনা কম।

সর্বাধিক পঠিত


ভিডিও