সারা বিশ্ব

শান্তি আলোচনা নিয়ে বাইডেনের পূর্বশর্ত প্রত্যাখ্যান রাশিয়ার

5639_download (3).jpg

শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে শর্ত দিয়েছেন তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান। তিনি বলেন, রাশিয়া সবসময়ই কূটনীতির মাধ্যমে ইউক্রেন সংকট সমাধান চেয়েছে। তবে এ জন্য যুক্তরাষ্ট্র যে পূর্বশর্ত দিয়েছে তা মেনে আলোচনায় বসা সম্ভব নয়। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন বাইডেন। তবে তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে তাহলেই কেবল তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। সাংবাদিকদের কাছে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। তবে তার যদি এই যুদ্ধ শেষ করার কোনো আগ্রহ থাকে তাহলেই এই আলোচনা সম্ভব। তিনি এখনও সেরকম কোনো ইঙ্গিত দেননি। এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হচ্ছে, রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করা।বাইডেনের এমন বক্তব্যের জবাবে মস্কো এবার সাফ জানিয়ে দিলো, আলোচনায় বসার জন্য সেনা প্রত্যাহার কোনো শর্ত হতে পারে না।

পেসকভ বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলবে। প্রেসিডেন্ট পুতিন পূর্বেও আলোচনায় রাজি ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা অবশ্যই শান্তিপূর্ণ এবং কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চাই। তবে যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া অঞ্চলগুলোকে স্বীকৃতি দিচ্ছে না। এরফলে আলোচনার মধ্য দিয়ে সমাধান বের করার পথ বেশ কঠিন হয়ে গেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও