সিলেট

বাগাড় মাছের সঙ্গে উঠে এলো যুবকের লাশ!

8749_IMG_2363.jpeg

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে দেলোয়ার আহমদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে বিরশ্রী ইউপির পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ সময় তার লাশের সঙ্গে পাওয়া যায় ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ।

নিহত দেলোয়ার আহমদ বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ারসহ তিনজন জেলে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। সিলিন্ডার লাগিয়ে নদীর গভীরে গিয়ে রশির ফাঁদ দিয়ে মাছ শিকারে দক্ষ ছিলেন তিনি। পানিতে নামার সময় দেলোয়ারের শরীরে রশি বাঁধা থাকে। অন্যরা নৌকায় থেকে ওই রশি ধরে টেনে তোলার কাজ করেন। বিকাল সাড়ে ৪টার দিকে মাছ ধরার সংকেত পেয়ে বাগাড়টি টেনে তোলেন সহযোগীরা। মাছটির লেজের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল দেলোয়ারের নিথর দেহ। তার অক্সিজেনের মাস্ক বিচ্ছিন্ন ছিল। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, অক্সিজেন নিয়ে এক যুবক নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে মারা গেছে। তার সঙ্গের জেলেরা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও