ইসলাম

আমিরাতের আকাশে দিনের বেলা দেখা গেছে ঈদের চাঁদ

9051_IMG_5332.jpeg

গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এদিন চাঁদ দেখা না যাওয়ায় ওই অঞ্চলে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে ।

সোমবার সন্ধ্যায় ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও সংযুক্ত আরব আমিরাতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে চাঁদটি দেখা গেছে।

ঈদের চাঁদের ছবিটি প্রকাশ করেছে অ্যাস্ট্রোনোমি সেন্টার। অস্পষ্ট এ চাঁদটি আমিরাতের আকাশে সকাল বেলাই উঁকি দেয়।

চাঁদের ছবিটি তোলা হয়েছে আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে। পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে ঈদ উৎসবের সময় আমিরাতে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের সাধারণ মানুষ ঈদে টানা ৯দিনের ছুটি পেয়েছেন। ছুটি বেশি পাওয়ায় দেশটিতে ঈদ উৎসবের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও