সারা বিশ্ব

বাংলাদেশ থেকে নিরাপদে পৌঁছেছে ১২৩ মালয়েশিয়ান

9478_IMG_6058.jpeg

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন-এর সময় ১২৩ জন মালয়েশিয়ানকে নিয়ে একটি চার্টার্ড ফ্লাইট মঙ্গলবার কুয়ালালামপুরে নিরাপদে পৌঁছেছে।
দেশটির স্থানীয় কয়েকটি গণমাধ্যম ও সরকারি নিউজ এজেন্সি বারনামা এবং ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ গত সপ্তাহে সহিংসতায় রূপ নেয়, যেখানে অন্তত ১৯৭ জন নিহত হয়।
মালয়েশিয়ার বিশেষ ফ্লাইটটি গতকাল সকাল ৭.৩০ মিনিটে কেএলআইএ'র ২নং থেকে রওনা হয়। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার (একে০০৭৬) বিশেষ ফ্লাইটে বিকেল ৪.৫৬ মিনিটে কেএলআইএ'র ২ পৌঁছায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফ্লাইটটিতে যাত্রীদের মধ্যে ৮০ জন শিক্ষার্থী ছিল, তারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছেছে।
তিনি বলেন, আমাদের মালয়েশিয়ার নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য আমরা কৃতজ্ঞ। সাইফুদ্দিন আরও বলেছে, কিছু মালয়েশিয়ান বাংলাদেশে রয়ে গেছেন কারণ তারা তাদের অধ্যয়নের শেষ বর্ষের ছাত্র ছিল । ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত মালয়েশিয়ান ক্যাসান্দ্রা ডেভিড এক সংবাদ সম্মেলনে সরকারকে এহেন প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের খুব যত্ন নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও