সিলেট

ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ৬ লাখ টাকা ফান্ড প্রদান

10378_WhatsApp Image 2025-01-16 at 2.45.32 PM.jpeg

১৪ জানুয়ারী মংগলবার ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে কমিটির জাকাত ফান্ড প্রদান করা হয়েছে। 
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ আলতাফুর রহমান, পরিচালনা করেন হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার আব্দুল মালিক জাকা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান জেনারেল সেক্রেটারী প্রফেসর ডাঃ আমিনুর রহমান লস্কর, ইউকে কমিটির চেয়ারম্যান ও চানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ফাউন্ডার সেক্রেটারি সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল ইউকে কমিটির উপস্থিত  সকলকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আজিজুর রহমান বীর উত্তম তিনিও অনুষ্ঠানে ১ লাখ টাকা ফান্ড দেওয়ার ঘোষণা দেন।
এতে আরো উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সিলেটের এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি ডাঃ শাহ মোস্তফা জামান চৌধুরী বাহার, জয়েন্ট সেক্রেটারি মাহবুব সোবহানি চৌধুরী, ইসি মেম্বার আব্দুস শহীদ চৌধুরী, ডাইরেক্টর কর্নেল(অব.) শাহ আবিদুর রহমান,  ডেপুটি ডিরেক্টর ডাঃ আব্দুল মুনিম চৌধুরী, ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মুনিম জাহেদী কারল, পার্মানেন্ট মেম্বার মাহবুব আহমদ খান, বিশিষ্ট শিল্পপতি কাজী মামুনুর রশীদ, জাকাত ফান্ডে ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল সকল ডোনারদের পক্ষে  সম্মিলিতভাবে প্রায় ৬ লাখ টাকা হস্তান্তর করেন।। যারা জাকাত ফান্ডে নিয়মিতভাবে লন্ডনের একাউন্টে ডাইরেক্ট ডেভিডে ও বছরে এককালিন জাকাত প্রদান করেন তাদের মধ্যে অন্যতম আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ডা. আলাউদ্দিন আহমদ, এম শামসুদ্দিন, বজলুর রশিদ এমবিই, মনসুর আহমদ খান, ডঃ জাকির খান, মানিক মিয়া, মোহাম্মদ আবদাল মিয়া, মুহিবুর রহমান মুহিব, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, আব্দুল মুনিম জাহেদী কারল, গোলাম রব্বানী রুহি আহাদ, ফরহাদ হোসেন টিপু, মুহিব উদ্দিন চৌধুরী, এনামুল মুনিম শামিম লোদী,  মিসেস পি এ চৌধুরী, শেখ ফারুক আহমেদ, মোহাম্মদ অহিদ উদ্দিন,মোহাম্মদ ওয়ারিছ আলী,  মোহাম্মদ এস আর রহমান,কবির আহমেদ খলকু, মরহুম মনোজ্জির আলি, ডানিয়েল চৌধুরী, ডাঃ সৈয়দ মাসুক আহমদ (তানভির), নাহিদা মিছবাহ, মাহবুব আহমদ খান, মোহাম্মদ আবুল মিয়া, বশির রাজা চৌধুরী, রফিকুল হায়দার, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, মিসবাহ উদ্দিন আহমদ (মিসবাহ কামাল) সহ আরো অনেকে জাকাত ফান্ড দেন।

সর্বাধিক পঠিত


ভিডিও